ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তির হাসপাতলে মৃত্যু হয়েছে। তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ স্পষ্ট নয়। কী কারণে এই ঘটনা ঘটল বা বিরিয়ানি খেয়েই এই ঘটনা ঘটেছে কিনা তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার অসমের কার্বি আংলং জেলার দিপু মেডিক্যাল কলেজে একটি অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। ওই কলেজে এমবিবিএস কোর্সের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় আট হাজার অতিথি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেওয়া হয়েছিল বিরিয়ানির প্যাকেট। সেই বিরিয়ানি খেয়েই ১৪৫ জন অসুস্থ হয়ে পড়েন।
বেশিরভাগ মানুষেরই হঠাৎই পেটে ব্যথা শুরু হয়। কেউ কেউ বমি করতে শুরু করেন। অসুস্থদের মধ্যে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী নিজেও। তড়িঘড়ি সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে ১১৭ জন এখনও চিকিৎসাধীন। কার্বি আংলংয়ের ডেপুটি কমিশনার এনজি চন্দ্রধ্বজা সিং জানিয়েছেন, ইতিমধ্যেই জেলাশাসককে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে বলা হয়েছে।
বিরিয়ানি খাওয়ার কারণেই এতজন মানুষ অসুস্থ হয়েছেন কিনা তা জানতে ওই বিরিয়ানি একটি পরীক্ষাগারে করে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই ওই অনুষ্ঠানে যোগ দেওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ ময়না তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছে।