মোহনপুর পুর পরিষদ এলাকার সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৪ ফেব্রুয়ারী।। মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আজ এক অনুষ্ঠানে ১,০৮৯ জনকে কম্বল দেওয়া হয়৷ পুর পরিষদ অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ অনুষ্ঠানে ২৪৫ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ কয়েকজনের হাতে আনুষ্ঠানিকভাবে কম্বল তুলে দেন৷

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, মোহনপুর পুর পরিষদ এলাকার সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ এজন্য ৮৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ এরমধ্যে রয়েছে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিত পানীয়জল পৌঁছে দেওয়া, মোহনপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গ্যালারী নির্মাণ করা, সুুইমিং পুল নির্মাণ, মোটরস্ট্যাণ্ড নির্মাণ৷

তিনি জানান, মোহনপুরের ঐরান চৌমুহনীতে ১২ কোটি টাকা ব্যয়ে টাউনহল নির্মাণ করা হবে৷ মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আজই তুলা বাগান অফিসটিলায় ২৪৩ জনকে, সুুচিত্রা কৃষ্ণচরণ জেবি সুকলে ২৪৬ জনকে, মণিপুরী চৌমুহনীতে ৮০ জনকে, জগৎপুর অফিসটিলায় ১৮৫ জনকে, রবীন্দ্রপল্লী নাটমন্দিরে ৯০ জনকে কম্বল দেওয়া হয়৷ এই অনুষ্ঠানগুলোতেও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন৷

সব মিলিয়ে ১,০৮৯ জনকে কম্বল বিতরণ করতে ব্যয় হয়েছে ৭ লক্ষ ৫০ হাজার টাকা৷ মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস, পুর পরিষদের উপকার্যনির্বাহী অধিকারিক রীমি দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?