অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।।করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেন আয়োজন নিয়ে আগে থেকেই বিতর্ক চলছিল। তিন সপ্তাহ পেছানোর পর সোমবার থেকে শুরু হচ্ছে ম্যাচ। তার আগেই ঘটল বিপত্তি।
সিএনএন জানায়, টেনিস চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র চার দিন আগে মেলবোর্নের এক হোটেল কর্মীর কভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। ঘটনায় খেলোয়াড়, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীসহ ৬০০ জনের যেতে হয়েছে আইসোলেশনে।
ভিক্টোরিয়া রাজ্য সরকারের প্রধান ডেনিয়েল অ্যান্ড্রুস বুধবার জানান, টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হোটেলের ২৬ বছর বয়সী এক স্বেচ্ছাসেবী দমকলকর্মী করোনা পজিটিভ এসেছে। এর আগের ২৮ দিনে ওই রাজ্যে এ ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি।
এ রাজ্যে ৬৭ লাখ বাসিন্দাকে নতুন করে বিধি-নিষেধ দেওয়া হয়েছে। অফিসের ভেতর মাস্ক পরা বাধ্যমূলক করা হয়েছে, ঘরোয়া পরিবেশে কত লোক জড়ো হওয়া যাবে তাও ঠিক করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না হওয়া ওই কর্মী গ্র্যান্ড হায়াত হোটেলে কর্মরত। ২৯ জানুয়ারিতে তার করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু লক্ষণ ধরে আবার পরীক্ষা করা হলে বুধবার পজিটিভ আসে।
এর ফলাফলে অ্যান্ড্রুস জানান, ওই হোটেলে থাকা ৫০০-৬০০ লোকের যোগাযোগকে ‘ঘনিষ্ঠ’ বলে বিবেচনা হচ্ছে।
করোনা ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত তাদের বিচ্ছিন্ন থাকতে হবে।বে এও জানান, এ পরিস্থিতি সোমবার শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে প্রভাব ফেলবে না।কড়া সতর্কতার মধ্য দিয়ে এ টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। ভিক্টোরিয়ায় আসার পর ৭২ জন খেলোয়াড়কে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।
এর কারণে খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য অল্প সময়ের শিডিউল বরাদ্দ করা হয়েছিল। কিন্তু করোনার হানায় বৃহস্পতিবারে শুরু হতে যাওয়া নির্ধারিত প্রশিক্ষণ ম্যাচ বাতিল হয়েছে।