অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। ফ্যাশন স্টেটমেন্ট এর অন্য নাম ঊর্বশী রাউতেলা। ইতিমধ্যেই অভিনয় করার পাশাপাশি ফ্যাশন দুনিয়ায় উল্লেখযোগ্য ছাপ ফেলে রেখেছেন তিনি।তার প্রত্যেকটি ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
তিনি সম্ভবত প্রথম কোন অভিনেত্রী যিনি দুবাইতে ফ্যাশন শো স্টপার হয়েছিলেন। সেখানে একটি লাল গাউন পরে তিনি ছবি পোস্ট করেছিলেন যা, কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছিলেন।
তেমনই আরো একটি ছবি পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। এই ছবিতে ঊর্বশী রাউতেলা পড়ে রয়েছে একটি আকাশী রঙের গাউন। গাউন টি পড়ে তাকে দেখতে লাগছে অনবদ্য।
উন্মুক্ত পৃষ্ঠদেশ এবং নিটোল নিতম্ব, সব মিলিয়ে যেন জলপরী দেখতে লাগছে তাকে। তার চোখের চাউনি থেকে শুরু করে তার বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছুই প্রশংসার যোগ্য।
তবে ছবিটির পাশাপাশি সবথেকে বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন। ক্যাপশনে ঊর্বশী লিখেছেন যে, ইটস রিয়েলি মি ভার্সেস মী। অর্থাৎ প্রত্যেক দিন নিজেকে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এগিয়ে যাচ্ছেন ঊর্বশী।
শুধুমাত্র ঊর্বশী নয়, আমাদের প্রত্যেকের উচিত নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে নেওয়া। তবে দিনের শেষে গিয়ে শেষ হাসিটা আমরা হাসতে পারি। উচ্চতার শিখরে পৌঁছানোর জন্য প্রতিদিন নিজেকে বিশ্লেষণ করাটা খুবই জরুরী।