৯ জনের সাউদাম্পটনকে ৯ গোল দিল ইউনাইটেড

অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। ৯ জনের দলে পরিণত হওয়া সাউদাম্পটনের বিপক্ষে গোল উৎসবে মেতে সবাইকে যেন একটি করে গোল দিল ম্যানচেস্টার ইউনাইটেড।

নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার রাতে ৯-০ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। এদিন জোড়া গোল করেন অঁতনি মার্সিয়াল।

একবার করে জালের দেখা পান অ্যারন ওয়ান-বিসাকা, মার্কাস র‍্যাশফোর্ড, এদিনসন কাভানি, স্কট ম্যাকটমিনে, ব্রুনো ফের্নান্দেস ও ড্যানিয়েল জেমস। অন্যটি আত্মঘাতী।

ম্যাচের শুরু আর শেষ দিকে লাল কার্ড দেখেন সাউদাম্পটনের দুই খেলোয়াড়।

প্রিমিয়ার লিগে এই নিয়ে তৃতীয়বার কোনো দল ৯ বা এর বেশি গোলে জিতল। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ৯-০ গোলে, ২০১৯ সালে সাউদাম্পটনের বিপক্ষে লেস্টার সিটি একই ব্যবধানে জিতেছিল।

গত রাউন্ডে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্রয়ের আগে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল ইউনাইটেড। ৪৭ বছরের মধ্যে দলটির বিপক্ষে সেটি তাদের প্রথম হার

২২ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে আছে শিরোপাধারী লিভারপুল।

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ২-১ গোলে হারা আর্সেনাল ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে। ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে সাউদাম্পটন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?