অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।।বার্নলির পর এবার নিজেদের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে হার দেখতে হলো লিভারপুলকে।
অ্যানফিল্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে লিগ টেবিলের নিচের দিকের দলটি।
এমন ম্যাচকে ব্রাইটন কোচ গ্রাহাম পটার ‘সাহস, নৈপুণ্য এবং একতার’ ফল বলে মন্তব্য করেছেন।
প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা ৬৮ ম্যাচ অপরাজিত থাকার পর গত ২১ জানুয়ারি লিভারপুল বার্নলির বিপক্ষে হেরে বসে ১-০ গোলে।
পরের দুই রাউন্ড প্রতিপক্ষের মাঠে জেতার পর এবার হারল ব্রাইটনের কাছে।
আট বছর পর লিগে এই প্রথম ঘরের মাঠে টানা দুটি ম্যাচ হারল লিভারপুল।
৫৬তম মিনিটে জয়সূচক গোলটি করে ব্রাইটন। বাঁ দিক থেকে সতীর্থের হেডে বাড়ানো বল ডান দিকের পোস্টে গোলমুখে পেয়ে টোকায় গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড স্টিভেন। দুই দল মিলেই এটা ছিল লক্ষ্যে প্রথম শট।
ঘরের মাঠে এই নিয়ে টানা তিন ম্যাচ কোনো গোল পেল না লিভারপুল। নিজেদের আঙিনায় শেষ তারা জিতেছে গত ১৬ ডিসেম্বরে; টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে।
ধারহীন আক্রমণে পুরো ম্যাচে একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পারে লিভারপুল।
১১ জয় ও সাত ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চার নম্বরে এখন লিভারপুল ।
বার্নলিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করা ম্যানচেস্টার সিটির ২১ ম্যাচে পয়েন্ট ৪৭।
এক ম্যাচ বেশি খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি।
২৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠেছে ব্রাইটন। অবনমন অঞ্চল থেকে ১০ পয়েন্ট দূরে গেছে তারা।