মিছিলটি শহরের প্যারাডাইস চৌমুহনি, পোস্ট অফিস চৌমুহনি সহ বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় এক পথসভা অনুষ্ঠিত করা হয়। এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা কমিটির কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদস্যা কৃষ্ণা রক্ষিত।
তিনি বলেন, ২০২১-২২ বাজেট সম্পূর্ণ অমানবিক এবং নিষ্ঠুর বাজেট। কবিদের জন্য বহু মানুষ কর্মহীন হয়েছে এবং জীবন-জীবিকা সংকটের সম্মুখীন। আর এই মুহূর্তে পুঁজিপতিদের স্বার্থে জনবিরোধী বাজেট আনা হয়েছে। এমনকি বাজেটে রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি বিক্রি করতে প্রস্তাব রাখা হয়েছে।
রেগা এবং কর্মসংস্থানের কোনরকম উল্লেখ নেই বাজেটে। এর প্রভাব পড়বে মহিলাদের উপর। তাই তিনি এটা নিষ্ঠুর এবং অমানবিক বাজেট বলে আখ্যায়িত করলেন তিনি।