স্টাফ রিপোর্টার,, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। ইনার লাইন পার্মিট চালু করা, সংরক্ষিত এলাকা ঘোষণা করা, শীঘ্র এডিসি এলাকার পুনর্বিন্যাস করা সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাজ্যপালের কাছে গত ২১ নভেম্বর ডেপুটেশন প্রদান করা হয় রিজিওনাল জয়েন্ট একশন কমিটি পক্ষ থেকে।
রাজ্যপালের কাছে প্রদেয় দাবিগুলি বই আকারে বুধবার প্রেসক্লাবে প্রকাশ করেন কমিটি সদস্যরা। এ ডি সি এলাকার বিভিন্ন প্রশাসনিক কাজ কর্মের বিষয়টা নিয়ে দাবিতে তুলে ধরা হয় রাজ্যপালের কাছে। অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করেন তারা।
নির্বাচনী লড়াই করা তাদের মানসিকতা নেই। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শচীন্দ্র দেববর্মা বুধবার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন। আগামী দিনে দাবিগুলি রাজ্য সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।