পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। এই নির্বাচনী প্রচারে রোহিঙ্গা, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টিকে সামনে আনছে বিজেপি। অথচ কেন্দ্রের কাছেই এই মুহূর্তে দেশের অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা কত সেটা অজানা রয়ে গিয়েছে।
বুধবার শিবসেনার রাজ্যসভা সাংসদ অনিল দেশাই জানতে চান, এই মুহূর্তে দেশে কতজন অনুপ্রবেশকারী রয়েছে? প্রশ্নোত্তর পর্বে এদিন নিত্যানন্দ রাই বলেন, এই মুহূর্তে অবৈধ অনুপ্রবেশকারীদের সম্পর্কে সরকারের কাছে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই।
কারণ তারা ভুয়ো নথিপত্র দেখিয়ে এদেশে ঢুকেছে। যার অর্থ, এই মুহূর্তে দেশে কোথায় কতজন রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী বাস করছে সে সম্পর্কে অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কোনও তথ্য নেই।
শিবসেনা সাংসদ দেশাই আরও প্রশ্ন করেন, এই মুহূর্তে দেশে রোহিঙ্গার সংখ্যা কত? তারা ঠিক কোথায় কোথায় রয়েছে সেটা কি সরকার জানে? সীমান্তে সুরক্ষা বাহিনী থাকা সত্ত্বেও কেন রোহিঙ্গাদের অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না?
কেন্দ্র কতদিন রোহিঙ্গাদের এদেশে থাকতে দেবে? ওই প্রশ্নের উত্তরে রাই বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর অধিকার আছে কেন্দ্রের। রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর একটা ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কাজ চলছে।
রাই আরও বলেন, অনুপ্রবেশ রুখতে কেন্দ্র নতুন আইন আনতে পারে। সেই আইন অনুযায়ী পাসপোর্ট ছাড়া কেউ এদেশে ঢুকলে তাদের সঙ্গে সঙ্গেই ফেরত পাঠানো হবে।
রোহিঙ্গাদের সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রকের এই স্বীকারোক্তি নিঃসন্দেহেই দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে মনে করছে বিরোধীরা।