গুলাম নবি এদিন সংসদে বলেন, কৃষক নেতারা অভিযোগ করছেন প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বিক্ষোভ দেখানোর সময় বেশ কয়েকজন নিখোঁজ হয়ে গিয়েছেন। এদের খুঁজে বের করার জন্য অবিলম্বে একটি কমিটি গঠন করুন প্রধানমন্ত্রী।
অন্যদিকে কৃষি আইন নিয়ে আলোচনা করতে সরকার বিরোধীদের দাবি মেনে নিয়েছে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় একটানা ১৫ ঘণ্টা ধরে কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
১৬ টির বেশি বিরোধী দল দাবি করেছিল, সংসদে ৫ ঘন্টা ধরে কৃষি আইন নিয়ে আলোচনা করতে হবে। পরে তারা জানায় আলোচনা হোক ১৫ ঘণ্টা ধরে। সরকার সেই দাবি মেনে নিয়েছে বলে এদিন জানান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। উল্লেখ্য মোদি সরকারের তৈরি করা তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দুই মাসের বেশি সময় ধরে দিল্লির আশপাশে আন্দোলন করছেন কৃষকরা।
তাদের বক্তব্য, এই আইন কার্যকর হলে কৃষকদের আয় কমে যাবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া না গেলে তারা চরম সমস্যায় পড়বেন। কৃষকরা কর্পোরেট সংস্থাগুলির বেঁধে দেওয়া দামে ফসল বিক্রি করতে বাধ্য হবেন। ফলে তাঁদের আয় কমবে। তাই এই আইন বাতিল করতে হবে।