সেমিফাইনালের প্রথম লেগে জিতে ইতালিয়ান কাপের ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল জুভেন্তাস। আগামী ৯ ফেব্রুয়ারি জুভেন্তাস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগ।
এদিন নবম মিনিটে এগিয়ে যায় ইন্টার। নিকোলো বারেল্লার স্কয়ার পাস ধরে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দেন লাউতারো মার্তিনেস।
১৬ দিন আগে সেরি আর ম্যাচে মিলানের এই দলটির বিপক্ষে হেরে যাওয়া জুভেন্তাস যেন জেগে ওঠে পিছিয়ে পড়ার পর। ২৬তম মিনিটে সফল স্পটকিকে সমতা টানেন রোনালদো।
৩৫তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন সেই রোনালদো। ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি ও গোলরক্ষক সামির হান্দনোভিচের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে বাড়তে পারতো ব্যবধান। বের্নারদেস্কির শট এক জনের গায়ে লেগে দিক পাল্টে চলে যাচ্ছিল জালে। তবে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক। এরপর আরো কয়েকটি সুযোগ নষ্ট হয় তাদের।