কৃষক আন্দোলনকে সমর্থন করায় কঙ্গনা রনৌত যখন গায়িকার বিরুদ্ধে সুর চড়ান, ওই সময় দুই আন্তর্জাতিক সেলিব্রিটিকে পাল্টা ধন্যবাদ জানালেন রিচা চাড্ডা।
রিয়ান্না ও গ্রেটার টুইটের পর তা রিটুইট করেন ‘মাসান’ অভিনেত্রী। পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য পপস্টার ও পরিবেশবিদ গ্রেটার প্রতি কৃতজ্ঞতা জানান।
কৃষক আন্দোলন নিয়ে কেন কেউ কথা বলছেন না বলে মঙ্গলবার টুইটে সুর চড়ান রিয়ান্না। এ নিয়ে পাল্টা হইচই কঙ্গনা। কৃষক আন্দোলনের নামে যারা রাস্তায় নেমেছেন, তাদের ‘সন্ত্রাসবাদী’ বলেও তকমা দেন। চুপ থাকার হুঁশিয়ারি দেন রিয়ান্নাকে। পরে গ্রেটার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। যদিও পাল্টা কোনো উত্তর পাননি ‘কুইন’ অভিনেত্রী।
তবে কঙ্গনার বিপরীত প্রতিক্রিয়া জানালেন রিচা। রিয়ান্না ও গ্রেটাকে ধন্যবাদ দেন তিনি। কৃষকদের পক্ষে আরও মুখ খুলেছেন ধর্মেন্দ্র, প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জ, সোনম কাপুর, প্রীতি জিনতা, পরিনীতি চোপড়া, তাপসী পান্নু, রিতেশ দেশমুখ, চিত্রাঙ্গদা সিং, সোনু সুদ, স্বরা ভাস্কর, হানসাল মেহতা, হিমাংশু খুরানা, জিপ্পি গ্রেওয়াল, কপিল শর্মাসহ নানা অঙ্গনের তারকারা।