মেসিকে দলে টানতে পিএসজির ‘চূড়ান্ত পদক্ষেপ’

অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। লিওনেল মেসিকে দলে পেতে চূড়ান্ত পদক্ষেপ নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)!

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে এ মৌসুমেই। কাতালান ক্লাবটি থেকে নতুন চুক্তির তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিতই হচ্ছে না। বিপরীতে আর্জেন্টইন তারকাকে পেতে দৃঢ় প্রতিজ্ঞ পিএসজি।

খুব সম্ভবত মেসিকে পাওয়ার ব্যাপারটি সুরক্ষিত করতেই তারা নেইমারের সঙ্গে ৪ বছরের নতুন চুক্তির পদক্ষেপ নিয়েছে।

মেসি এবং নেইমারের সম্পর্ক খুবই মজবুত। মাঠ ও মাঠের বাইরে দুজন খুবই ভালো বন্ধু। মেসি আবারো নেইমারের সঙ্গে জুটি বেঁধে খেলতে চান এমন গুজবও রয়েছে বাজরে।

খ্যাতনামা সাংবাদিক মার্সেলো বেচলার ব্রাজিলের টিএনটি স্পোর্টসকে জানিয়েছেন, পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ বৃদ্ধির সবকিছুই চূড়ান্ত।

ফরাসি ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার নতুন চুক্তি হবে ২০২৬ সালের জুন পর্যন্ত। এই সপ্তাহেই যা নিশ্চিত হয়ে যেতে পারে। বর্তমান চুক্তি ২০২২ সালের জুন পর্যন্ত।

২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ২০১৯ সালেই ন্যু ক্যাম্পে ফেরার চেষ্টা চালিয়েছিলেন, যা শেষ পর্যন্ত সফল হয়নি।

নেইমার অবশ্য নিজের ভাবনায় বদল এনে ফেলেছেন। জানুয়ারিতে এক সাক্ষাৎকারে বলেছেন পিএসজিতেই থাকতে চান তিনি, ‘এই মুহূর্তে আমি খুব খুশি, সবকিছুতেই অনেক পরিবর্তন এসেছে। এই অনুভূতি আমি বলে বোঝাতে পারব না। আমি এখানে অনেকটাই মানিয়ে নিয়েছি, সব মিলিয়ে আমি এখানেই থাকতে চাই। ’

জানিয়েছেন, পাশে চান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকেও, ‘আমি আশা করি কিলিয়ানও আমাদের সাথে এখানেই থেকে যাবে। অবশ্যই এটা সমর্থকদেরও ইচ্ছা। আমরা পিএসজিকে একটি অসাধারণ দল হিসেবেই সবসময়ই দেখতে চাই। ’ নেইমার এও নিশ্চিত করেন, তার ইচ্ছে আবারো মেসির সঙ্গে খেলা।

এদিকে সার্বিক যে চিত্র, তাতে এটা প্রতিয়মান হচ্ছে যে আসছে গ্রীষ্মেই বিষয়টি ঘটাতে পিএসজি আন্তরিকভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে ক্লাবটির বড় পদক্ষেপ নেইমারের ভবিষ্যৎ নিশ্চিত করা। বলা যায়, সে পরিকল্পনা সফল।

এখন তাদের কাজ মেসিকে রাজি করানো যে, পিএসজিই এখন তার জন্য সঠিক ক্লাব, তিনি চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন এবং বার্সা ছাড়তে পারেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?