স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে৷ সিটুর উদ্যোগে বিদ্যুৎ বিল বাতিল সহ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি সংগঠিত হয় আগরতলায়৷ বিদ্যুৎ বিল, কৃষি আইন ও শ্রমকোড বাতিল দাবিতে আগরতলায় মিছিল সংগঠিত করেছে সিআইটিইউ, এআইকেএস ও এআইএডব্লিওইউ৷ অফিসলেন প্রাঙ্গণ থেকে এদিনের মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পরে সভা সংগঠিত হয়৷ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা দাবি করেন, বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ বিরোধী৷
বিল গ্রহণ করা হয়েছে৷ এই বিল পাস করানোর তৎপরতা চলছে৷ সংগঠন এই বিল বাতিলের দাবি জানায়৷ রাজ্যের ক্ষেত্রেও বিদ্যুৎ বেসরকারিকরণের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান বক্তারা৷ পাঁচটি ডিভিশন ফ্রেঞ্চাইজির কাছে তুলে দেওয়া হয়েছে৷ এই বিষয়টি তুলে ধরে এদিন রাজ্যের প্রেক্ষিতে বক্তারা সরব হয়েছেন৷ এদিকে ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল ও সভা সংগঠিত হয়৷ অফিসলেন ইউনিয়ন অফিস প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে৷
পরে ওরিয়েন্ট চৌমুহনিতে প্রতিবাদ সভা সংগঠিত হয়েছে৷ এই পর্বে স্বপন বল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন৷ এদিকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যুক্ত মঞ্চ কেন্দ্রীয় বিজেপি সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী এবং জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে ৩ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রটেস্ট ডে’ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ এআইইউটিইউসি এই যুক্ত মঞ্চের অন্যতম অংশীদার৷ এই কর্মসূচি অনুসারে এআইইউটিইউসি, ত্রিপুরা ইউনিটের উদ্যোগে বুধবার আগরতলার বটতলাতে নিম্নলিখিত দাবিগুলির ভিত্তিতে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷
এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের ত্রিপুরা ইউনিটের আহ্বায়ক মলিন দেববর্মা৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সকল জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে আজকের ‘ন্যাশনাল প্রটেস্ট ডে’ পালনই শেষ নয়, দেশব্যাপী দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে সকল শ্রমিক ও শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলতে হবে৷ শেষে বিক্ষোভ সভায় কালা ‘লেবার কোড’র প্রতিলিপি পোড়ানো হয়৷
দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম কোড ও বিদ্যুৎ বিল বাতিল করা, রাষ্ট্রীয় ও সরকারি সংস্থা বেসরকারিকরণের সিদ্ধান্ত বন্ধ করা, সকলের জন্য রোজগার ও খাদ্যের ব্যবস্থা ইত্যাদি দাবিতে আন্দোলনের পাশাপাশি কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় সরব হয়েছেন বক্তারা৷ এদিন আগরতলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে কর্মসূচি সংগঠিত হয়েছে বাজেট ইস্যুতে৷