অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।।নতুন ফটোশ্যুটে সামাজিক মাধ্যমে উষ্ণতার পারদ চড়াচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘দ্য হোয়াইট টাইগার’ অভিনেত্রীর ফটোশ্যুটে উঠে এসেছে হলিউডে তাঁর পথ চলা একজন অভিনেত্রী হিসেবে কীভাবে নম্র থেকে সাহসী হয়ে ওঠা যায় সেই ছবি।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে মনোকিনির ওপর কালো কোট পরে এলোমেলো চুলে ক্যামেরার সামনে বোল্ড লুকে ধরা দেন প্রিয়াঙ্কা।
অপর একটি ছবিতে টু-পিসের সঙ্গে পায়ে কালো বুট পরে চেয়ারের উপর বসে পোজ দিতে দেখা যায় দেশি গার্লকে। এমনই একাধিক ছবির ফটোশ্যুট করেন অভিনেত্রী। ইউকের একটি নামী ম্যাগাজিনের মার্চ ইস্যুর কভার পেজের জন্য ফটোশ্যুট করেছেন অভিনেত্রী।
সেই ছবি উঠে এসেছে প্রিয়াঙ্কার সামাজিক মাধ্যমের দেওয়ালে। ছোটো চুলে, মনোক্রোম ছবি- উঠে এসেছে অভিনেত্রীর লাস্যময়ী অবতার।
এলি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকের প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি প্রযোজকদের কী জানিয়েছেন। প্রিয়াঙ্কার কথায়- তাঁর মাথা নত করতে, কাজ করতে, অডিশন দিতে কোনো সমস্যা নেই।
তিনি আমেরিকান ভষায় বলার ভঙ্গি শিখেছেন। তিনি কোথা থেকে এসেছেন তাঁর সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তবে তিনি প্রধান চরিত্রে কাজ করতে পারেন।
তিনি আরও জানান, ভারতীয় হিসেবে অতিরিক্ত ভঙ্গির প্রভাব নিজের কাজের ওপর পড়তে দেবেন না তিনি। যদি তাঁর চরিত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটিশ যুক্তরাজ্য নিবাসী হয়। যে সেখানে জন্মেছে এবং বড় হয়েছে, তবে তিনি ভারতীয়দের মতো কপালে টিপ পরবেন না।
এটা পুরোটাই বোকামো হবে। তিনি এও বলেন, হলিউডে তিনি এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে তাঁর সংস্কৃতি বহিঃপ্রকাশের পরিবর্তে তাঁর কাছে সেটা সম্পদ।