অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।।বাজেটে আশ্বাসই সার, প্রমাণ হল ৭২ ঘণ্টারও কম সময়ে। মধ্যবিত্তের হেঁশেলে আগুন। পয়লা ফেব্রুয়ারি বাজেট ঘোষণার পর ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। এক লাফে রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। বাজারে সবজির দাম কিছুটা কমায় মধ্যবিত্ত-নিম্নবিত্ত যখন একটু হাঁফ ছেড়ে বাঁচার উপক্রম করছিল, ঠিক তখনই আরও একবার নাভিশ্বাস তুলতে চলেছে গ্যাসের দাম।
প্রসঙ্গত, এ বছর গ্যাসের ভর্তুকিও গত বছরের তুলনায় অর্ধেক করে দিয়েছে দিল্লি। বুধবার যে ১৪.২ কেজির গ্যাস কলকাতাবাসী কিনেছে ৭২০ টাকা ৫০ পয়সায়. আজ থেকেই সেই গ্যাস কিনতে হবে ৭৪৫ টাকা ৫০ পয়সায়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে ৩ বার বাড়ল।
দিল্লিতে এই মুহূর্তে গ্যাসের দাম ৭১৯ টাকা, মু্ম্বইতে ৭১৯ টাকা, চেন্নাইতে ৭৩৫ টাকা, কলকাতায় ৭৪৫ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯.২ কেজি গ্য়াস সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ১৫৯৮ টাকা ৫০ পয়সা। এদিকে রান্নার গ্যাসের সঙ্গে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলেরও।
এবারের বাজেটে কেন্দ্র পেট্রোলে লিটার প্রতি ২ টাকা ৫০ পয়সা এবং ডিজেলে ৪ টাকা সেস বসানোর কথা বলেছিল। মধ্যবিত্তর ঘাম ছুটেছিল সেই ঘোষণায়। কেন্দ্র যদিও বলেছিল এর প্রভাব দামে পড়বে না। কিন্তু ৭২ ঘণ্টার মধ্যে বাড়ল পেট্রল ডিজেলের দামও।
আজ ৪ ফেব্রুয়ারি দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে ৩৫ পয়সা। নতুন দাম হয়েছে ৮৬.৬৫ টাকা প্রতি লিটার। ডিজেলের দামও ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৮৩ টাকা প্রতি লিটার। কলকাতায় পেট্রোলের দাম কালও ছিল ৮৭.৬৯ পয়সা। এদিন দাম বেড়ে হয়েছে ৮৮.০১ টাকা।