স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। রাজ্য পুলিশকে সহযোগিতা করতে বিভিন্ন থানায় ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে৷ শুধু পুলিশকে সহযোগিতাই নয়, এলাকায় কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে সে ক্ষেত্রেও এই ভলেন্টিয়ার সমান ভূমিকা পালন করবে৷ রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে অন্যান্য জেলার সাথে পশ্চিম জেলাতেও ভলেন্টিয়ার নিয়োগ করা হয়৷ কিন্তু এই ভলেন্টিয়ারদের তিনমাসের বেশি সময় ধরে কাজ করানো হলেও তাদের বেতন দেওয়া হয়েছে মাত্র তিন হাজার টাকা৷ ভলেন্টিয়ারদের তরফে বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়৷
তাদের তরফে অভিযোগ করা হয়েছে তিন মাসেরও বেশি সময় ধরে তারা কাজ করে আসছে৷ আরক্ষা প্রশাসনের তরফে তাদের নিয়োগ করা হয়৷ তিনমাস ধরে তারা বেতন না পাওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের কাছে বারবার জানিয়েছিলো৷ অবশেষে সম্প্রতি তাদের বেতন দেওয়ার বিষয়টি দফতরের তরফে জানানো হয়েছে৷ তিনমাস ডিউটি করে তারা তিন হাজার টাকা বেতন পেয়েছেন৷
তাদের দাবি প্রতিমাসে তারা এক হাজার টাকা করে বেতন পান৷ এই বিষয়টি নিয়ে তারা ক্ষোভও ব্যক্ত করেছেন৷ প্রতি মাসে এক হাজার টাকা করে বেতন দেওয়ার বিষয়টি দফতরের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি৷ এই সময়ের মধ্যে ভলেন্টিয়ার নিয়োগ ও তাদের কাজকর্ম সম্পর্কে আরক্ষা প্রশাসনের তরফে জানানো হলেও তাদের বেতন কাঠামো ইত্যাদি বিষয়গুলো নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি৷
উল্লেখ্য, আগরতলা এবং রাজ্যের অন্যান্য জায়গায় প্রত্যেক থানা এলাকায় এই ধরনের ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে৷ মূলত পুলিশকে সহযোগিতা করা ও এলাকায় অপরাধজনিত ঘটনার জন্য পুলিশ ও থানা কর্তৃপক্ষকে সহযোগিতা করার ক্ষেত্রে ভলেন্টিয়ারদের ভূমিকা রয়েছে৷ কিন্তু তাদের বেতন ভাতার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি৷