দুই শীর্ষ সেনা কর্তার মধ্যে এ ধরনের মতপার্থক্যের ঘটনায় ইতিমধ্যেই বাহিনীর মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৈরি হয়েছে আইনশৃঙ্খলা জনিত সমস্যা। বিভাগীয় তদন্তে জানা গিয়েছে, সেনার দক্ষিণ-পশ্চিম কমান্ডের সদর দফতর জয়পুরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল অলোক খের এবং ওই কমান্ডের সেকেন্ড-ইন-কমান্ড লেফটেন্যান্ট জেনারেল কে কে রিপসওয়ালের এর মধ্য তীব্র বিবাদ শুরু হয়েছে। এই ঘটনার সূত্রপাত ২০২০-র সেপ্টেম্বরে।
দুই শীর্ষ কর্তার এই বিবাদের জেরে বাহিনীর মধ্যে বেশ কয়েকটি সমস্যা তৈরি হয়েছে। ঘটনার জেরে এই বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত করেন সেনার লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনি। তদন্তের রিপোর্টও জমা দিয়েছেন তিনি।
ওই রিপোর্ট পাওয়ার পর সেনাপ্রধান মনে করছেন, বিষয়টি নিয়ে আরও উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন। কারণ সেনা বাহিনীর সুনাম ও দক্ষতার সঙ্গে বিষয়টি জড়িয়ে রয়েছে। জড়িয়ে রয়েছে দেশের সুরক্ষা ও নিরাপত্তা।
এরপরই সেনাপ্রধান বিষয়টি নিয়ে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেন। কোর্ট অফ এনকোয়ারি দায়িত্বে রয়েছেন সেনা কমান্ডার লেফটেনেন্ট জেনারেল আইএস ঘুমন। তবে সেনাপ্রধান বিযয়টিতে হস্তক্ষেপ করায় ওই দুই সেনা কর্তা একে অপরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।