অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।।আরেকটি ম্যাচ, আরেকটি জয়। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা ম্যানচেস্টার সিটি লিগে বার্নলিকে সহজেই হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে জয়ের সংখ্যাটাকে নিয়ে গেছে ১৩তে।
প্রতিপক্ষের মাঠে বুধবার ২-০ ব্যবধানে জিতেছে সিটি। একটি করে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস ও রাহিম স্টার্লিং।
টানা ৯ জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ফের ৩ পয়েন্টে এগিয়ে গেল সবশেষ ২০১৮-১৯ আসরে শিরোপা জেতা দলটি। নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে তারা।
বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করা সিটি প্রথমার্ধেই করে গোল দুটি। তৃতীয় মিনিটে জালের দেখা পান জেসুস।
৩৮তম মিনিটে ডান দিক থেকে ইলকাই গিনদোয়ানের পাসে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১০ গোল করে সিটির সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।
প্রথমার্ধে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ৬টি শট নেয় সিটি, যার ৪টি ছিল লক্ষ্যে। আর বার্নলি এই সময়ে কোনো শটই নিতে পারেনি।
২১ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৪৭।২২ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪৪ পয়েন্ট।
ইউনাইটেডের সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে ফুলহ্যামকে ২-০ গোলে হারানো লেস্টার সিটি।২১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে বার্নলি।