সেখানে জাতীয় পতাকা নামিয়ে দিয়ে তারা কৃষক আন্দোলনের পতাকা তুলেছিল। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন পঞ্জাবের অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধু।
ওই ঘটনা নিয়ে গোটা দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরপরই গা ঢাকা দেন ওই অভিনেতা। বুধবার দিল্লি পুলিশ জানিয়েছে, সিধুর সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি দীপকে গ্রেফতার করার জন্য সাহায্য করতে পারে অর্থাৎ সে কোথায় আছে সে বিষয়ে সঠিক খবর দিতে পারে তবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
দীপ ছাড়াও লালকেল্লা কাণ্ডে ইকবাল সিং, বুটা সিং, জগবীর সিং, সুখবীর সিংয়ের মতো ব্যক্তিদের নাম জড়িত রয়েছে। এদের খোঁজ দিতে পারলে প্রত্যেকের জন্য মিলবে ৫০ হাজার টাকা করে পুরস্কার।
ইতিমধ্যেই সাধারণতন্ত্র দিবসে হিংসার ঘটনায় জড়িত ১২ জনের ছবি প্রকাশ করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। হিংসার বিভিন্ন ভিডিও ক্লিপ ও সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ওই ১২জনকে চিহ্নিত করা হয়েছে। ছবিতে তাদের লাঠি ও রড নিয়ে মারতে দেখা গিয়েছে।
২৬ জানুয়ারির ঘটনায় এখনও পর্যন্ত ৪৪ টি মামলা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১১২ জনকে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন কৃষক নেতাও আছেন।
দিল্লির আইটিও অঞ্চলে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে ভুল খবর পরিবেশন করার জন্য কংগ্রেস সাংসদ শশী তারুর ও একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।