স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মঙ্গল এ খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি-এপিএস।
সূত্রমতে দেশগুলো হচ্ছে, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত এবং জাপান।
আলজাজিরা জানাচ্ছে, সৌদি নাগরিক, কূটনৈতিক, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরাও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা থেকে এ কড়াকড়ি আরোপ হবে বলে জানা গেছে।
করোনার নতুন স্ট্রেইন সংক্রমিত হওয়ার আতঙ্ক দেখা দিলে গত বছরের শেষের দিকে ফের ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব। এখন নতুন করে ২০টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
আরব দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৩৮৩ জন।