অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।।লিওনেল মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার বিষয়টি জোর দিয়ে বলতে পারছেন না কোচ রোনাল্ড কোম্যান। আর্জেন্টাইন তারকাকে নিয়ে তার কণ্ঠেও দ্বিধা।
চলতি মৌসুম পর্যন্তই মেসির সঙ্গে চুক্তি বার্সার। সময় ফুরিয়ে আসছে, তবে দুই পক্ষের নতুন চুক্তির বিষয়ে কোনো কিছুই স্পষ্ট নয়।বার্সেলোনার সভাপতি নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় থমকে আছে মেসিকে ধরে রাখার আলোচনা।
এদিকে গত মৌসুমেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। এক রকম ইচ্ছের বিরুদ্ধেই থেকে যান। অনেকেই ধারণা কাতালান ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে যাবেন না মেসি। বেছে নেবেন নতুন ঠিকানা।বার্সেলোনার কোচ হিসেবে সার্বিক পরিস্থিতি নিয়ে ভালো ধারণা থাকা কোম্যান কী ভাবছেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোম্যান বলেন, ‘এ ব্যাপারে আমি নিশ্চিত নই। হ্যাঁ, এ ব্যাপারে আমি আশাবাদী, কারণ সে এখনো একজন গ্রেট খেলোয়াড়। সে এখনো আমাদের জন্য, দলের জন্য ম্যাচ জেতে। সে ছোটবেলায় বার্সেলোনায় এসেছিল এবং আমি এখনো মেসিকে বার্সেলোনা ছাড়া অন্য জার্সিতে দেখি না।’
মেসিকে কোচিং করানোটা উপভোগ করছে বলে জানান কোম্যন, ‘তার কোচ হওয়াটা আমি উপভোগ করছি। প্রতিদিনের অনুশীলনে তার মানের দিকে খেয়াল করলে বুঝবেন, এটা অসাধারণ। ’