প্রতাপগড়ে নাবালিকার বিয়ে ভাঙল চাইল্ড লাইন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। প্রতাপগড় বিধানসভায় সুভাষনগর এলাকায় এক নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে মহা বিপাকে পড়েছে পুলিশ ও চাইল্ড লাইন৷ নাবালিকা একটা সময় সকলের চোখের আড়ালে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ যদিও পুলিশ ও চাইল্ড লাইন কর্তৃপক্ষের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ চাইল্ড লাইনের কাছে খবর ছিলো প্রতাপগড় বিধানসভার সুভাষনগর এলাকায় একটি নাবালিকার বিয়ে হচ্ছে৷

বয়স ১৫ বছরের মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব আসার পর এলাকার শাসক দলের নেতারা সায় দিয়েছে বলে এদিন অভিভাবকরাই জানিয়েছেন৷ চাইল্ড লাইন পূর্ব মহিলা থানার পুলিশ টিম নিয়ে সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যেই কিছুটা ঝামেলার সৃষ্টি হয়েছে৷ একটা সময় নাবালিকা কাপড় পরিবর্তন করবে বলে ঘরের ভেতরে চলে যায়৷ হঠাৎ করে ঘর থেকে শব্দ আসায় সকলের সন্দেহ হয়েছে৷ দরজা ভেঙে ভেতরে গিয়ে পরে পুলিশ ও চাইল্ড লাইন কর্তৃপক্ষ মেয়েটিকে ঘর থেকে বের করে আনে৷ উপস্থিত সকলের দাবি, মেয়েটি ঘরের ভেতরে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে৷ আর এই ঘটনার জেরে তীব্র আতঙ্কও দেখা দেয়৷ বাড়িতে থাকা লোকজন বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করতে থাকে৷

যদিও পুলিশ এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ মেয়েটিকে থানায় নিয়ে আসে৷ চাইল্ড লাইনের তরফে জানানো হয়েছে তাদের কাছে খবর ছিলো ১৫ বছরের মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিলো৷ যে ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার কথা সেই ছেলের সাথে এবং তার অভিভাবকের সাথেও চাইল্ড লাইন কথা বলতে চেয়েছিলো৷ কিন্তু ওই ছেলের অভিভাবকরা চাইল্ড লাইনের সাথে সহযোগিতা করেনি৷ আর তাতে করেই এদিন চাইল্ড লাইন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়েই মহা বিপত্তি দেখা দেয়৷

চাইল্ড লাইন কর্তৃপক্ষ জানিয়েছে মেয়েটি কাপড় পরিবর্তন করবে বলে ঘরের ভেতরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়৷ কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি শব্দ আসে ঘর থেকে৷ তাতে সন্দেহ হয় সকলের৷ তারা দরজা ভেঙে ভেতরে গিয়ে একটি কাপড় সিলিংয়ের সাথে ঝোলানো অবস্থায় দেখে সন্দেহ প্রকাশ করে৷ যদিও মেয়েটিকে উদ্ধার করে পুলিশ ও চাইল্ড লাইন কর্তৃপক্ষ নিজেদের হেপাজতে নিয়ে এসেছে৷

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দেয়৷ চাইল্ড লাইনের তরফে গত কয়েকদিন ধরে নাবালিকার বিয়ে বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ অনুরূপ একটি অভিযান সংগঠিত হয় গতকাল রাতে৷ আগরতলা থেকে চাইল্ড লাইন মান্দাই এলাকায় গিয়ে রানীরবাজার থানা পুলিশের সহযোগিতায় নাবালিকার বিয়ে বন্ধে ব্যবস্থা গ্রহণ করেছে৷ এই বিষয়ে পুলিশের তরফে সহযোগিতা করা হয়েছে বলে চাইল্ড লাইনের তরফে জানানো হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?