স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যুক্ত মঞ্চ কেন্দ্রীয় বিজেপি সরকারের শ্রমিক স্বার্থবিরোধী এবং জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে ৩ ফেব্রুয়ারি ন্যাশনাল প্রোটেস্ট ডে পালন করার সিদ্ধান্ত নেয়।
এরই অঙ্গ হিসেবে এ আই টি ইউ সি রাজ্য কমিটির উদ্যোগে বটতলা এলাকায় বুধবার বিক্ষোভ দেখানো হয়। রাষ্ট্রয়ত্ত সংস্থা বেসরকারিকরণ না করা, বিদ্যুৎ আইন ২০২০ বাতিল করা, শ্রমিক বিরোধী কোড বাতিল করা সহ চার দফা দাবি তুলে ধরা হয় এদিন।
সংগঠনের আহ্বায়ক মলীন দেববর্মা জানান কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি বিরুদ্ধে এ প্রতিবাদ। পাশাপাশি এদিন কালো লেবার কোড পুড়ে তীব্র প্রতিবাদ জানানো হয় কর্মীরা।