অনলাইন ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।।করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে জাতীয় প্রতীকে পরিণত হয়েছিলেন যুক্তরাজ্যের সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন স্যার টম মুর। কিন্তু করোনার কাছেই হার মেনে পৃথিবী ছাড়তে হলো তাকে।
শ্বাসকষ্ট দেখা দিলে রবিবার তাকে বেডফোর্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মেয়ে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল।
গত সপ্তাহে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শেষ পর্যন্ত মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় বহুল আলোচিত শতবর্ষী সাবেক এই সেনা কর্মকর্তার।
টম মুরের টুইটার অ্যাকাউন্ট থেকেই তার মৃত্যুর খবর জানানো হয়েছে বলে জানায় ‘দ্য নিউইয়র্ক টাইমস’।
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ভগ্ন শরীরেও হাঁটাহাঁটি করে প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন টম মুর। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএসের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ২০২০ সালের এপ্রিলে মুর তার শততম জন্মদিন উপলক্ষে প্রতিদিন তার বাড়ির বাগানে ১০০ পাক করে হাঁটতেন।
বৃদ্ধ বয়সেও এরকম অভিনব উপায়ে অর্থ সংগ্রহে উদ্যোগী হওয়ায় শুধু ব্রিটেনে নয়, সারা বিশ্বের চোখেই তিনি একজন নায়কে পরিণত হন। এভাবে তিনি প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড সংগ্রহ করেছিলেন।এর স্বীকৃতি হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।