ব্রু শরণার্থী ক্যাম্প থেকে তুলে আনা ২ যুবতি ও ৯ নাবালিকা সাহা আটক দালাল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। কাঞ্চনপুরের ব্রু শরণার্থী ক্যাম্প থেকে রাজ্য ও বহি:রাজ্য সহ বিভিন্ন স্থানে পাচার করা হয়ে থাকে মেয়েদের৷ এক্ষেত্রে দালালরা বিশেষ ভূমিকা পালন করে থাকে৷ মেয়েদের পাচার করার একটা চক্র এখানে সক্রিয় থাকে৷ যেহেতু এ সমস্ত পরিবারগুলি আর্থিক অবস্থা একেবারেই খারাপতাই খুব সহজেই দালালদের খপ্পরে পড়ে যায় ছেলেমেয়েদের অভিভাবকগণ৷

এরকম কিছু ঘটনা ইতিপূর্বেই সামনে উঠে এসেছিল৷ বুধবার উঠে এলো আরেক রকম ঘটনা৷ এদিন ২ যুবতিসহ মোট ১১জন নাবালিকাকে তুলে আনা এক পৌড়কে৷ বিকেলে ওই পৌড়কে আটক করল রাজধানীর চন্দ্রপুর আইএসবিটি এলাকার লোকজন৷ আইএসবিটি এলাকায় যুবতী ও নাবালিকাদের সঙ্গে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়৷

খবর পেয়ে পূর্ব মহিলা থানার পুলিশ চাইল্ড লাইনকে বিষয়টি জানায়৷ পরে চাইল্ড লাইন আই এস বি টি এলাকা হতে নাবালিকা সহ ওই পৌড়কে তুলে আনা হয়৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাইল্ড লাইনের এক কর্মকর্তা জানিয়েছেন আটক ১১ জনের মধ্যে ৯ জন নাবালিকা৷ বয়স্ক লোকটি দাবি করেছে তাদের পরিবারের সঙ্গে কথা বলে কাঞ্চনপুরের নাইর্সিং পাড়ার গছিরামপাড়া থেকে এদিন তাদেরকে আনা হয়েছে৷

প্রত্যেকের পরিবারে বিস্তর অভাব৷ সেই অভাবের তাড়নায় মা-বাবারা তাদেরকে শহরে পাঠানোর জন্য সায় দেয়৷ জানা গেছে রাজধানীর নন্দন নগর মান্দাই এলাকায় তাদেরকে নিয়ে যাওয়ার কথা৷ এইসব মেয়েরা কিছু পরিবারের কচিকাঁচাদের কেয়ারটেকার হিসেবে কাজ করার কথা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?