এবারের প্রদর্শনীতে ৭৮ টি বিদেশী সংস্থা-সহ মোট ৬০১টি সংস্থা অংশ নিয়েছে। যার মধ্যে আছে ৫২৩টি ভারতীয় সংস্থা।
বিশ্বের ১৪ টি দেশ এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়েছে। আরও বেশ কিছু দেশ ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নিচ্ছে এই প্রদর্শনীতে। রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা দাসো এভিয়েশন এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। একই সঙ্গে অংশ নিয়েছে লকহেড, মার্টিন, এয়ারবাস-সহ বিভিন্ন সংস্থা।
অনুষ্ঠানের সূচনা করে রাজনাথ বলেন, বায়ুসেনার গর্বের প্রদর্শনী এয়ারো স্পেস ২০২১। এবারের ১৩ তম প্রদর্শনীতে ভারতের সঙ্গে যে সমস্ত দেশ অংশ নিয়েছে তাদের সঙ্গে এবং অন্য দেশগুলির সঙ্গেও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে চায়।
হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যাল এবার এই প্রদর্শনীতে বিশেষ যুদ্ধবিমান প্রদর্শন করবে। এছাড়াও এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোমারু বিমান বি-১বি ল্যান্সার।
আমেরিকার এক সংস্থা এই বিমান তৈরি করে। এই অত্যাধুনিক যুদ্ধবিমান দূরপাল্লার যে কোনও ধরনের গাইডেড এবং প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম।
এই বিমান ইতিমধ্যেই ৫০টি বিশ্ব রেকর্ড গড়েছে। এই প্রদর্শনীতে থাকছে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার ও দু’টি এসইউ-৩০ জেট। এই দু’টি যুদ্ধবিমান বুধবারের প্রদর্শনীতে অংশ নেয়।
এবারের প্রদর্শনীতে রাশিয়ার কে-১৬ ও কে-১৭ বুমেরাং থাকছে। এবারের প্রদর্শনীর মূল আকর্ষণ সূর্যকিরণ এয়ারক্রাফট ও সারং হেলিকপ্টার।