বিলোনিয়া কলেজে পাঠরত ছাত্রকে ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মারধর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। বিলোনিয়া কলেজে পাঠরত এক ছাত্রকে একটি ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো শাসক দল অনুগত ছাত্রসংগঠনের বিরুদ্ধে৷ গত কয়েকদিনে বেশ কয়েকজন আক্রমণের শিকার হয়েছেন এই কলেজে৷ শুধু তাই নয়, কলেজ হোস্টেলের কর্মচারী বেলাল মিঞাকে বেধড়ক মারধর করার অভিযোগও উঠেছে ওই ছাত্র সংগঠনের বিরুদ্ধে৷ ছাত্র ও কর্মচারীকে মারধর করার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের চরম উদাসীনতার অভিযোগও তোলা হয়েছে৷

বিগত তিন বছর ধরে কলেজগুলোতে এই ধরনের অত্যাচার শুরু হয়েছে বলে অভিযোগ করলো ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন৷ দুটো সংগঠনের তরফে সন্দীপন দেব বলেন, বিলোনিয়া কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের দুর্বৃত্তপনা প্রতিনিয়ত বাড়ছে৷ শুধু বিরুদ্ধ মতের ছাত্রছাত্রীরা নয়, কলেজের অশিক্ষক কর্মচারীরা পর্যন্ত বর্বরোচিত আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না৷ কলেজের ষষ্ঠ সেমিস্টারে পাঠরত একজন উপজাতি ছাত্রকে রাস্তা থেকে তুলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দ্বারা কলেজে বেআইনিভাবে দখল করা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বেধড়ক মারধর করে, মাথায় ঠান্ডা জল ঢেলে দেয়, মোবাইল ছিনতাই করে নেয় এবং বিভিন্ন নথিপত্র আগুনে পুড়িয়ে দেয়৷

ছাড়া গত কয়েকদিনে ৩ জন বামপন্থী ছাত্র কর্মীকে কলেজের ভিতরে অকথ্য নির্যাতন করা হয়৷ কলেজ হোস্টেলের কর্মচারী বেলাল মিঞাকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা বেধড়ক মারধর করে৷ গুরুতর আহত অবস্থায় তাকে বিলোনিয়া হাসপাতালে ভর্তি হতে হয়৷ আমাদের রাজ্যে দীর্ঘদিন পূর্বে কলেজগুলিতে হারিয়ে যাওয়া রিগিং নামক শব্দটি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে৷

ভারতের ছাত্র ফেডারেশন, ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এই ধরনের বর্বরতার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে৷ বিলোনিয়া কলেজে এই ধরনের ঘটনায় জড়িত দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে৷ রাজ্যের উচ্চ শিক্ষাঙ্গণগুলিতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পদক্ষেপ দাবি করছে ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন৷ সংগঠন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷ এদিকে এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগও উঠেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?