সেই মোতাবেক পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবং বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রবিউল হোসেন ওরফে রুবেল। তার বাড়ি জয়নগর। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ টি ব্রাউন সুগারের কৌটা।
তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বেশকিছু নাম জানতে পেরেছে বলে খবর। বৃহস্পতিবার পুলিশ ধৃত রবিউল হোসেনকে আদালতে সোপর্দ করে।