ওই তিন কর্মী TR-05B-1720 নাম্বারের ডাম্পার গাড়িতে করে আগর নিয়ে যাওয়ার সময় অন্য ব্যবসায়ীর নিকট আগর গুলি বিক্রি করে দেয় বলে অভিযোগ। প্রায় কুড়ি লক্ষ টাকার আগর ঐ তিন কর্মী অন্য ব্যবসায়ীর নিকট বিক্রয় করে দেয় বলে অভিযোগ। আগরের মালিক রুফুল আহমেদ কদমতলা থানায় ওই তিন কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
তদন্তক্রমে পুলিশ বৃহস্পতিবার শাকির আহমেদ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত অভিযুক্তর বাড়ি অসমের হোজাই জেলার নীলবাগান এলাকায়। তাকে গ্রেপ্তার করার পর কদমতলা থানার পুলিশ জানতে পেরেছে তার সঙ্গীরা অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। শীঘ্রই তাদের পুলিশের জালে তোলা হবে বলে জানান কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার।