কিন্তু এই বয়সেই সে অন্য ছাত্রদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। সে কারণেই তাকে দশম শ্রেণীর পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, তার বাবা গোবিন্দ সিং ২০২০-র অক্টোবর মাসে রাজ্যের মাধ্যমিক শিক্ষা মন্ডলের অধ্যক্ষ ও সচিবের কাছে তাঁর ছেলেকে দশম শ্রেণীর পরীক্ষায় বসতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। ছত্তিশগড় সরকারের নিয়ম অনুযায়ী প্রথমে ওই ছাত্রের আইকিউ পরীক্ষা করে দেখা হয়।
দুর্গ জেলার জেলা সদর হাসপাতালে আইকিউ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় লিভজ্যোত। এর পরই তাকে দশম শ্রেণীর পরীক্ষায় বসার অনুমতি দেয় সরকার। পরীক্ষায় বসার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই দশম শ্রেণীর পাঠ্যসূচি পড়াশোনা শুরু করে দিয়েছে সে। ভবিষ্যতে এই কিশোর বৈজ্ঞানিক হতে চায়। নতুন কোনও কিছু আবিষ্কার করে রাজ্য ও দেশকে গর্বিত করতে চায় সে। উল্লেখ্য, লিভজ্যোতই যে দেশের মধ্যে সবচেয়ে কম বয়সে পরীক্ষা দিচ্ছে তা নয়।
এর আগে মণিপুরে ১২ বছরের এক বালক এবং বিহারে ৯ বছরের এক পড়ুয়া দশম শ্রেণীর পরীক্ষায় পাশ করার রেকর্ড করেছে। ছত্রিশগড়ের মাধ্যমিক শিক্ষা মন্ডলের সচিব বি কে গোয়েল জানিয়েছেন, লিভজ্যোতের পরিবারের আবেদনের ভিত্তিতে পঞ্চম শ্রেণির ওই ছাত্রের আইকিউ পরীক্ষা নেওয়া হয়েছিল। সে ওই পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়। সে কারণেই তাকে দশম শ্রেণীর পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।