সিএনএন-য়ে কৃষকদের আন্দোলন নিয়ে সম্প্রতি বিরাট একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, আন্দোলনরত কৃষকদের প্রতিবাদ যাতে দেশের মানুষের কাছে না পৌঁছয়, তার জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে মোদী সরকার। নেটিজেনদের একটি বড় অংশ রিয়ানার মতামতকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। যদিও অনেকে আবার এটাও বলেছেন, রিয়ানার মতো তারকার অন্য দেশের বিষয় নিয়ে মুখ খোলা উচিত হয়নি।
কিন্তু আন্দেলনকারী কৃষকদের কাছে পৌঁছে গিয়েছে রিয়ানার বার্তা। সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত এক কৃষক বলেছেন, “আমরা রিয়ানার কাছে কৃতজ্ঞ। সত্যি বলতে, আজ বিকাল পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে আমরা কিছুই জানতাম না। পরে বেশ কিছু তরুণ কৃষক এসে আমাদের সেই ব্যাপারটা জানান। আমরা তখন ওদের থেকেই রিয়ানার পরিচায়ও জানতে পারি। গোটা দেশ জুড়ে কৃষি বিল বিলোপের দাবিতে যত কৃষক আন্দোলনে যোগ দিয়ে পথে নেমেছেন, তাঁরা সকলেই আজ ওঁর কাছে কৃতজ্ঞ। উনি অন্তত আমাদের প্রতিবাদের ভাষাটা অনুভব করতে পেরেছেন।