তিনি জানিয়েছেন,আগামী ৪ মে শুরু হচ্ছে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা।দশম শ্রেণীর পরীক্ষা চলবে ৭ জুন পর্যন্ত। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হবে ১১ জুন। পরীক্ষার ফল বের হবে ১৫ জুলাই ২০২১।
এবার করোনা সতর্কতা মেনেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের মাস্ক পরে থাকতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে করার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে পরীক্ষার্থীদের৷
সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে।
এর আগে করোনা পরিস্থিতিতে কিছু পরীক্ষা বাতিল করেছিল সিবিএসই বোর্ড। সুপ্রিম কোর্টে সিবিএসই-র তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। সিবিএসই-র পথে হেঁটেছিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্স্যামিনেশন বা সিআইএসসিই। তারাও জানিয়েছিল, বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির আইসিএসই ও আইএসসি-র বাকি পরীক্ষাগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।
দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে পিছিয়ে যাওয়া পরীক্ষাগুলি জুলাই মাসে হবে বলে আগে জানানো হয়েছিল। তবে সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে সিলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং দিল্লি করোনা পরিস্থিতির ভয়াবহতার জেরে সিবিএসই পরীক্ষা পরিচালনা করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
২০২০ সালের ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সিবিএসই বাকি পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি ভিন্ন। এক রাজ্যে সংক্রমণ বেশি তো অন্য রাজ্যে কম। আনলক ১ পর্বে একাধিক রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছিল। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা স্থগিত রাখা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল অভিভাবকদের একাংশ।
উত্তর-পূর্ব দিল্লির দশম শ্রেণির পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত জানানো হয় আদালতে। আদালতের বক্তব্য অনুযায়ী পড়ুয়াদের ব্যাপারে স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় কিনা তা ভেবে দেখার আশ্বাস দিয়েছিল সিবিএসই বোর্ড।
অন্যদিকে, আইসিএসই-র আইনজীবী জয়দ্বীপ গুপ্তা সুপ্রিম কোর্টে জানিয়েছিল, তিনিও সিবিএসই-র সিদ্ধান্তকে সমর্থন করেন। সেই কারণেই আইসিএসই বোর্ডও দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।