স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ ফেব্রুয়ারী।। ২০২০-২১ সালে বাজেটে কৃষকদের জন্য বন্টন করা হয়েছিল ১ লক্ষ ৩৪ হাজার ৩৪৯ টাকা। ২০২১-২২ বাজেটে তা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ৯৬১ টাকা। বিগত বাজেট থেকে ৮ শতাংশ হ্রাস পেয়েছে কৃষি বন্টন ব্যবস্থা। কৃষকদের করুন অবস্থায় এ বাজেট কৃষক এবং কৃষি ব্যবস্থার উপর প্রভাব পড়বে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে আশংকা প্রকাশ করলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর।
তিনি বলেন এ বাজেটের আগে সরকারের কাছে দাবি জানানো হয়েছে অতিমারি পরিস্থিতির মধ্যে আয়কর প্রদান করে না সেসব পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে প্রতিমাসে চাউল প্রদান করার জন্য। কিন্তু বাজেটে এর কোনো উল্লেখ নেই। রেগার কাজ ২০০ দিন করার দাবি জানানো হলেও, রেগা বরাদ্দ বৃদ্ধি করা হয়নি।
এতে বোঝা যায় এটা সম্পূর্ণ কৃষি বিরোধী এবং কৃষক বিরোধী বাজেট। বাজেটে কোন জায়গায় কৃষকদের প্রতি সহানুভূতির উল্লেখ নেই। দিল্লিতে আন্দোলনরত গাজিপুরে আরএসএস কর্মী দিয়ে কৃষকদের পিটিয়ে তুলে দেওয়া হচ্ছে।
কৃষকরাও আইন প্রত্যাহার করার জন্য আন্দোলন অব্যাহত রেখেছে। আর আজকে যে তথ্যটি সম্পুর্ণ কেন্দ্রীয় কমিটির তথ্য বলে জানান তিন। সরকারের কথার সাথে কোন মিল নেই। এমনকি রাজ্যের কৃষকদের সব প্রকল্প বর্তমান সরকার তুলে দিচ্ছে। উপরন্তু এই বাজেট পেশ করেছে সরকার।
কৃষকদের জন্য এই বাজেট বঞ্চনার বাজেট বলে আখ্যায়িত করলেন তিনি। এদিকে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির নেতৃত্বে রতন দাস জানান, এই বাজেটে জ্বালানির উপর সেস বসানো হয়েছে। এতে কৃষি সামগ্রির মূল্যও বৃদ্ধি পাবে।
তাই এই বাজেট কৃষকদের স্বার্থে নয়। এটা সম্পূর্ণ সর্বনাশা বাজেট। তাই আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই। আন্দোলন গড়ে তুলতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।