তবে আশার কথা, নতুন বছরের শুরুতেই বেকারত্বের সমস্যা কাটিয়ে একটু একটু করে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি নামে এক আর্থিক গবেষণা সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে, নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে দেশে বেকারত্বের হার বেশ কিছুটা কমেছে। জানুয়ারিতে দেশে বেকারত্বের হার কমে হয়েছে ৬.৫৩ শতাংশ। এর আগে এই সংস্থা তাদের সমীক্ষায় জানিয়েছিল, ২০২০-র অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে ভারতে বেকারত্বের হার ৭ শতাংশ থেকে বেড়ে ৯.০৬ শতাংশ হয়েছিল।
ওই সমীক্ষায় বলা হয়, অক্টোবর মাসেই গোটা দেশে কাজ হারিয়েছিলেন প্রায় ৫০ লক্ষ মানুষ। নভেম্বরে নতুন করে বেকার হয়ে পড়েন আরও ৩৫ লক্ষ মানুষ। ফলে ডিসেম্বর মাসে বেকারত্বের হার এক ধাক্কায় অনেকটাই বেড়ে ছিল। কিন্তু চলতি বছরের প্রথম মাসে দেশে বেকারত্বের হার যেমন কমেছে তেমনি বেড়েছে কর্মসংস্থানের সুযোগ। নতুন বছরের শুরু থেকেই ধীরে হলেও দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে।
অর্থনীতির সূত্র অনুযায়ী যে কোনও দেশে কর্মসংস্থান, বেকারত্বের হার এবং অর্থনীতি একে অপরের সঙ্গে জড়িত। তাই কর্মসংস্থানের অভাব, বেকারত্বের হার বৃদ্ধি হলে দেশের আর্থিক বৃদ্ধির গতিও হ্রাস পায়। সেন্টার ফর ইন্ডিয়ান ইকোনমির এই সমীক্ষা থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে গোটা দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি ত্রিপুরায়। এই রাজ্যে বেকারত্বের হার ১৮.১ শতাংশ। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার সেই তুলনায় অনেকটাই কম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ৫.২ শতাংশ। গত একমাসে কর্মসংস্থানের হার বেড়েছে ৬ শতাংশ।