আধার কেন্দ্র গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে তবেই সেটা ঠিক করা যায়। কিন্তু মানুষের এই সমস্যা দূর করতে এবার আধার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বাড়িতে বসেই এই সমস্যার সমাধান করা যাবে। আধার কর্তৃপক্ষ একটি টোল ফ্রি নম্বর চালু করেছে। এই নম্বরটি হল ১৯৪৭। এই নম্বরে ফোন করলেই আধার সংক্রান্ত যে কোনও ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তাও আবার বাড়িতে বসেই। কোনও আধার কেন্দ্রে যেতে হবে না মানুষকে।
জন্মতারিখ বা নামের বানান ভুল, ঠিকানা বদলান, যে কোনও ধরনের পরিবর্তন এবার বাড়িতে বসেই করা যাবে। শুধুমাত্র অভিভাবকের নাম বদলাতে হলে, ফোন নম্বর যুক্ত করতে হলে বা ছবি আপডেট করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার কেন্দ্রে যেতে হবে বাকি সব সংশোধনই করা যাবে বাড়িতে বসেই। একই সঙ্গে আধার কর্তৃপক্ষের কাছে ফোন করে সহজে কাছের আধার কেন্দ্র কোনটি তাও জানতে পারবে মানুষ।
এরপর সংশ্লিষ্ট আধার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আগের থেকে অ্যাপোয়েন্টমেন্ট করা যাবে। সেই অ্যাপোয়েন্টমেন্টে দেওয়া নির্দিষ্ট সময় মত আধার কেন্দ্র গিয়ে যাবতীয় সংশোধনের কাজটিও সেরে নেওয়া যাবে। সে ক্ষেত্রে অবশ্য মানুষের কোনও সময় নষ্ট হবে না। তবে অনলাইনে আধার কার্ডের সংশোধন বা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি আধার কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত থাকতে হবে। যা আধার কার্ড তৈরির সময় করা হয়। যদি না সেটা করা হয়ে থাকে তবে আপনাকে অবশ্যই আধার কেন্দ্র যেতে হবে।