সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে আপাতত ধীরে চল নীতিই নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার

অনলাইন ডেস্ক, ২ ফেব্রুয়ারী।। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে আপাতত ধীরে চল নীতিই নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এরাজ্যে মতুয়ারা দাবি করছেন দ্রুত এই আইন লাগু করার। কিন্তু বাস্তবে আরও তিন মাস পিছিয়ে গেল এই আইনের প্রণয়ন।

মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়া সিদ্ধান্ত অনুযায়ী ৯ এপ্রিল থেকে ৯ জুলাইয়ের মধ্যে এই আইন কার্যকর করতে হবে এই আইন। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, কোভিড প্রক্রিয়ার জন্য এই আইন লাগু করা যায়নি। আইন কার্যকরের প্রক্রিয়া চলছে। করোনা ভ্যাকসিন আসার পর তা শুরু হবে। ইতিমধ্যেই দেশে করোনার টিকাকরণ শুরু হয়েছে।

মতুয়া সম্প্রদায়ের মানুষের আশা ছিল এবার দ্রুত, সম্ভব হলে রাজ্যে বিধানসভা ভোটের আগেই হয়তো এই আইন লাগু হয়ে যাবে। কিন্তু তাঁদের এই আশাতেই কার্যত জল ঢালল কেন্দ্র। এর প্রভাব রাজ্যে মতুয়া ভোটব্যাঙ্কে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিধানসভার প্রায় ৩০টি আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এই অবস্থায় চলতি মাসেই ঠাকুরনগরে মতুয়াদের সভায় যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এখন দেখার সেখানে গিয়ে তিনি সিএএ নিয়ে কী বার্তা দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?