আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা শাসক এবং বিপর্যয় মহাবিলা বাহিনীর থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ সৌধ লালকেল্লা আগামী নির্দেশিকা না জারি হওয়া পর্যন্ত স্থানীয় এবং বাইরের পর্যটকদের জন্য এক্কেবারে বন্ধ থাকবে।
কারণ, দিল্লির যে এলাকায় লালকেল্লার অবস্থান, সেই এলাকায় এভিয়েন ইনফ্লুয়েঞ্জার প্রকোপ রয়েছে। এলাকাটি ইনফেক্টেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। যার জেরে বন্ধ করা হল লালকেল্লা। এতে অবশ্য পর্যটকরা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছেন।
উল্লেখ্য, এর আগেও বার্ড ফ্লু-র জন্য ঐতিহাসিক এই সৌধ বন্ধ রাখা হয়েছিল ৬-১৮ জানুয়ারি এবং ১৯-২২ জানুয়ারি।