অক্সফোর্ডের বিচারে ২০২০-র সেরা হিন্দি শব্দ মোদির আত্মনির্ভর ভারত

অনলাইন ডেস্ক, ২ ফেব্রুয়ারী।। ২০২০-র করোনাজনিত পরিস্থিতি সামাল দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গড়ার কথা উল্লেখ করেছিলেন। অক্সফোর্ডের বিবেচনায় ২০২০-র সেরা হিন্দি শব্দ ‘আত্মনির্ভর ভারত’। অক্সফোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামা অগণিত ভারতীয়র সাফল্যকে চিহ্নিত করতে এই শব্দবন্ধটি একেবারে অব্যর্থ হয়ে উঠেছে।

অক্সফোর্ডের তিন সদস্যের কমিটি গত বছর সবথেকে আলোচিত শব্দগুলির মধ্যে ‘আত্মনির্ভর ভারত’কেই সেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে। উল্লেখ্য, করোনাজনিত পরিস্থিতিতে গতবছর ভারতীয় অর্থনীতি প্রায় মুখ থুবড়ে পড়ে। বেসামাল অর্থনীতিকে চাঙ্গা করতে বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি। তখনই তিনি প্রথম আত্মনির্ভর ভারত গড়ার কথা বলেন। এরপর বিভিন্ন অনুষ্ঠানে, সরকারি কার্যকলাপে নিয়মিত উঠে এসেছে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ।

সে কথা উল্লেখ করে অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছিলেন। স্বাবলম্বী হয়ে ওঠার আহ্বান জানিয়েছিলেন। প্রত্যেক দেশবাসীকে এরপর থেকেই আত্মনির্ভর শব্দটি ভারতীয়দের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শিবরামকৃষ্ণন ভেঙ্কটেশ্বর জানিয়েছেন, ২০২০-র মত এক অভূতপূর্ব বছরে আত্মনির্ভরতার মতো এক শব্দ যেন করোনা প্রভাবিত দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলার ক্ষেত্রে মন্ত্রের মতো কাজ করেছিল। চলতি বছরের ২৬ জনুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্যারেডের ট্যাবলোতেও আত্মনির্ভর ভারত উঠে এসেছিল। তবে অক্সফোর্ড প্রধানমন্ত্রীর মুখনিসৃত এই শব্দকে স্বীকৃতি দিলেও বিরোধীরা কিন্তু একাধিকবার আত্মনির্ভর ভারতের বিষয়ে কটাক্ষ করে গিয়েছে মোদি সরকারকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?