স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ ফেব্রুয়ারী।। স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ ফেব্রুয়ারী।। ৩২ তম রাজ্যভিত্তিক সড়ক সুুরক্ষা মাস ২০২১ উদযাপন উপলক্ষ্যে আজ প্রজ্ঞাভবনের ৩নং হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ পরিবহণ দপ্তর আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করেন মুখ্যসচিব মনোজ কুমার৷ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি, ডিরেক্টর জেনারেল ফায়ার সার্ভিস রাজীব সিং সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, অধিকর্তা ও অন্যান্যগণ৷
আলোচনায় অংশ গ্রহণ করে মুখ্যসচিব মনোজ কুমার বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আমরা প্রতি’াবদ্ধ৷ তিনি বলেন, সকলকে সড়ক দুর্ঘটনা হাসে নিয়ম মেনে চলতে হবে৷ ট্রাফিক নিয়মবিধি মানার পাশাপাশি তিনি প্রত্যেক যানচালক ও নাগরিকদের নিজের সুুরক্ষায় বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দেন৷
মুখ্যসচিব শ্রীকুমার বলেন, সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দপ্তরের পাশাপাশি সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমের গুরুত্ব অপরিসীম৷ তিনি বলেন পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে থেকে তাকে সাহায্য করার জন্য সাহায্যকারীকে উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার এ বছর থেকে সুুনাগরিক পুরস্কার চালু করেছে৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব৷ তিনি বলেন, চলতি বছর থেকে সড়ক সুুরক্ষা সপ্তাহকে সড়ক সুুরক্ষা মাস হিসাবে পালন করা হচ্ছে৷ তিনি তথ্য দিয়ে বলেন, প্রতি বছর ভারতবর্ষে যান দুর্ঘটনায় গড়ে ৫.৫-৬ লক্ষ লোকের মৃত্যু হয়৷
তিনি বলেন, ভারতবর্ষে পৃথিবীর ৩ শতাংশ যান রয়েছে৷ যান দুর্ঘটনায় পৃথিবীর ১২ শতাংশ লোকের মৃত্যু হয় ভারতে৷ কোভিড পরিস্থিতিতে ২০২০ সালে ভারতবর্ষে যান দুর্ঘটনায় ১.৫৫ লক্ষ লোকের মৃত্যু হয় বলে তিনি জানান৷
তিনি আরও জানান, ২০১৮ সালে ত্রিপুরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ২১১ জনের, আহত হয় ৭৪৪ জন৷ ২০১৯ সালে মারা যায় ২৩৫ জন, আহত হয় ৮১৬ জন এবং ২০২০ সালে মারা যায় ১৯২ জন, আহত হয় ৪১০ জন৷ রাজ্যে লোকসংখ্যার তুলনায় এই মৃত্য কম নয়৷
তিনি বলেন, বিভিন্ন দপ্তর বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করলে এই মৃত্য অনেক কমানো সম্ভব৷ পরিবহণ দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণীকান্তি পথ দুর্ঘটনা হাস করতে ছাত্রছাত্রী ও যুব সমাজ সহ সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান৷
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের ডিরেক্টর জেনারেল রাজীব সিং এবং পরিবহণ, পূর্ত, ট্রাফিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা দপ্তরের প্রতিনিধিগণ৷ অনুষ্ঠানে অনলাইন ক্যইজ প্রতিযোগিতার সূচনা করেন মুখ্যসচিব মনোজ কুমার৷