স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১ ফেব্রুয়ারী।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঋষ্যমুখ ব্লকের দেবীপুর এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ জওয়ান। ঘটনাকে কেন্দ্র করে দেবীপুর সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সংবাদ সূত্রে জানা গেছে নিহত যুবক জসিম মিয়ার বাবা আলেক মিয়া সীমান্ত এলাকায় গরু চরাতে গিয়েছিলেন।
গরু চরাতে গেলে বিএসএফ জওয়ানরা তাকে ডেকে নিয়ে অহেতুক মারধর করে। বিএসএফের জওয়ানরা কেন নিরীহ ব্যক্তিকে ডেকে নিয়ে মারধর করেছে তা জানতে গিয়েছিল জসিম মিয়া। এনিয়ে বিএসএফের জওয়ানদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার জেরে এক জওয়ান উত্তেজিত হয়ে তাকে সরাসরি গুলি করে হত্যা করেছে।গুলির আওয়াজ শুনে সীমান্ত এলাকার লোকজন ছুটে আসেন।ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জসিম মেয়েকে উদ্ধার করে তারা নিয়ে যান হাসপাতালে।হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সীমান্তবর্তী গ্রাম দেবীপুর সহ পার্শ্ববর্তী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে থানায় একটি মামলা গৃহীত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।তবে এখন পর্যন্ত অভিযুক্ত বিএসএফ জওয়ানকে গ্রেপ্তারের সংবাদ নেই।সীমান্ত এলাকার বাসিন্দা জসিমমিয়া কে গুলি করে হত্যার ঘটনার পর থেকে সীমান্ত গ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।ফের যেকোনো সময় বড় ধরনের হিংসাত্মক ঘটনা সংঘটিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।
প্রশাসন পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে। স্থানীয় একটি সূত্রে জানা গেছে গরু পাচারকারী সন্দেহে জসিম মিয়ার বাবাকে বিএসএফ জওয়ানরা ডেকে নিয়ে মারধর করেছে।সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ বিএসএফ জওয়ানরা পাচারকারী এবং গরু পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়ে এধরনের ঘটনা সংঘটিত করে চলেছে।এমনকি গুলি করে হত্যা কান্ড সংগঠিত করে চলেছে। বিএসএফের কাজকর্ম কিরে স্থানীয় জনগণের ধূমায়িত হয়েছে।