অনলাইন ডেস্ক, ১ ফেব্রুয়ারী।।সোমবার সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটকে ধোঁকাবাজি বলে মন্তব্য করল কংগ্রেস।
দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্ববরম বলেন, এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য কোনি সুরাহা নেই। বরং যেভাবে বিভিন্ন পণ্যের উপর সেস বাড়ানো হয়েছে তাতে আমজনতার ভোগান্তি আরও বাড়বে।
অর্থমন্ত্রী নিতান্তই সংখ্যার কারিকুরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এই বাজেটে কর্মসংস্থানের কোনও কথাই বলা হয়নি। ব্যবসা-বাণিজ্য উৎসাহিত করতে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ব্যবসা-বাণিজ্য না বাড়লে, বিদেশি বিনিয়োগ না আসলে দেশের অর্থনীতি কোনওভাবেই চাঙ্গা হবে না।
অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে এমন কোনও পদক্ষেপ এবারের বাজেটে করা হয়নি। চিদম্বরম আরও বলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভুল প্রেসক্রিপশন করেছেন। এই প্রেসক্রিপশন মত চললে মানুষের রোগ ভালো হবে না।
অর্থাৎ দেশের অর্থনীতি ভাল তো হবেই না বরং তার আরও অবনতি হবে। করোনাজনিত পরিস্থিতিতে কেন্দ্রের উচিত ছিল সাধারণ মানুষের দিকে আরও বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
কিন্তু সে ধরনের কোনও প্রস্তাব নেই এবারের বাজেটে। কংগ্রেসের মুখপাত্র রণবীর সিং সুরজেওয়ালা বলেন, এবারের কেন্দ্রীয় বাজেটকে তারা ১০-এর মধ্যে মাত্র ৫ নম্বর দিতে পারেন। এর চেয়ে বেশি কিছু নয়।
এবারের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি হলেও প্রতিরক্ষা ক্ষেত্রে সেভাবে অর্থ বরাদ্দ করা হয়নি। সে বিষয়টির সমালোচনা করেছেন সুরজেওয়ালা। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা নিয়ে কোনওরকম শিথিলতা দেখানো উচিত নয়। কিন্তু প্রতিরক্ষা খাতে সেভাবে বাজেট বরাদ্দ করা হয়নি। যা আগামী দিনে দেশকে সমস্যায় ফেলতে পারে।