রাজ্যের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের প্রতিটি অফিসে কেমিক্যাল ফিনাইলের ব্যবহার বন্ধ করতে হবে। পরিবর্তে প্রাকৃতিক উপায়ে গোমূত্র থেকে তৈরি ফিনাইল ব্যবহার করতে হবে। যত শীঘ্র সম্ভব এই নির্দেশ কার্যকর করতে হবে প্রতিটি সরকারি অফিসে।
উল্লেখ্য, নভেম্বর মাসে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে তৈরি হয় কাউ ক্যাবিনেট। এই কাউ ক্যাবিনেটের আওতায় রয়েছে প্রাণিসম্পদ দফতর, কৃষি দফতর, পঞ্চায়েত, বন দফতর প্রভৃতি। সেই কাউ ক্যাবিনেট প্রথম বিজ্ঞপ্তি জারি করে সরকারি অফিসে গোমূত্র ফিনাইল ব্যবহার করার নির্দেশ জারি করল।
রাজ্যের প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী প্রেম সিং প্যাটেল বলেছেন, রাজ্যে সবেমাত্র গোমূত্র ফিনাইলের উৎপাদন শুরু হয়েছে। এবার শীঘ্রই এই ফিনাইল বাজারে চলে আসবে। আগামী দিনে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই ফিনাইল দিয়েই সরকারি অফিস কাছারি ও অন্যান্য সরকারি দফতর পরিষ্কার করা হবে।
গোমূত্র ফিনাইল অন্য বাজার চলতি যে কোন রাসায়নিক ফিনাইলের থেকে বেশি সুরক্ষিত। বরং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ায় এই ফিনাইল অনেক বেশি পরিবেশবান্ধব। এতে মানুষের শরীর ও স্বাস্থ্য ভাল থাকবে।