মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি ও সংবাদ মাধ্যমের মধ্যে সামঞ্জস্য রয়েছে৷ সরকারের যেমন দায়িত্ব রয়েছে জনগণের প্রতি তেমনি সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে সংবাদ পরিবেশনের পূর্বে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করা৷ কোন প্রকার বিভ্রান্তমূলক সংবাদে জনগণ যাতে বিভ্রান্ত না হন সেদিকে সর্বদা দায়িত্বশীল থেকে সংবাদ পরিবেশনের উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷
ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে জীবনের ঝঁকি নিয়ে রাজ্যের সাংবাদিকগণ যেভাবে সংবাদ পরিবেশন করেছেন এবং জনগণকে সচেতন করেছেন তা প্রশংসনীয়৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, সরকার ত্রিপুরাকে একটি সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে৷
মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে ও ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তুলতে বহুমুখী কর্মসূচি নেওয়া হয়েছে৷ রাজ্যে উৎপাদিত সামগ্রী দেশ বিদেশে বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এরফলে এখন দেশ বিদেশের মানুষ ত্রিপুরার নাম জানতে পারছে৷ বাঁশের বোতল, বাঁশ কুরুল থেকে তৈরি বিসুকট, ক্যইন প্রজাতির আনারসের বাজারজাতকরণের মাধ্যমে আজ ত্রিপুরা দেশ বিদেশে পরিচিতি পেয়েছে৷
রাজ্যের যুবসমাজের মধ্যে আত্মনির্ভর হওয়ার মানসিকতা গড়ে উঠেছে৷ রাজ্যে ক’ষিক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে বিকাশের হার বেড়েছে৷ কৃষি, মৎস্যচাষ, দুগ্দ উৎপাদনে ত্রিপুরাকে স্বয়ংসম্পর্ণ করে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ সরকার রাজ্যের অন্তিম ব্যক্তির কাছেও উন্নয়নমূলক কর্মসূচির সুুফল পৌঁছে দিচ্ছে৷ কৃষকদের আয় দ্বিগুণ করতে ধান চাষের পাশাপাশি ভুট্টা, মাসকালাই ডাল চাষের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে৷
মৎসচাষে বায়োফ্লক পদ্ধতি উৎসাহিত করা হচ্ছে৷ দুগ্দ উৎপাদন বাড়াতে কৃত্রিম প্রজননের মাধ্যমে ’ বাছুরের সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আত্মনির্ভর ত্রিপুরাকে সামনে রেখে এবার নতুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের র্যালিতে ত্রিপুরার বাঁশভিত্তিক তৈরি ট্যাবলো দ্বিতীয় স্থান অধিকার করেছে৷ তিনি বলেন, শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে উৎসাহ দেওয়া হচ্ছে৷ রাজ্যে শিল্প স্থাপন প্রক্রিয়া সরলীকরণ করা হয়েছে৷
রাজ্যের ১৪টি দপ্তরে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে৷ ৬০ টি পরিষেবাকে অনলাইনের আওতায় আনা হয়েছে৷ রাজ্যে ই পি ডি এস সিস্টেম চালু করা হয়েছে৷ ওয়ান কার্ড ওয়ান নেশন চালু হয়েছে৷ রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে বহুতল আবাসন নির্মাণেও উদ্যোগী হয়েছে৷ লাইট হাউস প্রকল্পে আগামী ১ বছরে ১০০০টি আবাসন নির্মাণ করা হবে৷ এতে গরীব অংশের মানুষ উপকৃত হবেন৷
মুখ্যমন্ত্রী বলেন, সাব্রুমে মৈত্রী সেতু চালু হলে চ-গ্রাম বন্দর ব্যবহার করে রাজ্যে বাণিজ্যক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে৷ সাব্রুমে গড়ে উঠছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সুুসংহত স্থলবন্দর৷ এতে আগামী দিনে ত্রিপুরায় বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে৷ সম্মেলনে প্রেস কাউন্সল অফ ইণ্ডিয়ার সদস্য সি কে নায়েক তাঁর বক্তব্যে দেশ ও উত্তর পূর্বা’লে কাউন্সিলের বিভিন্ন কার্যাবলি তুলে ধরেন৷
সম্মেলনে বক্তব্য রাখেন ইণ্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি গীতার্থ পাঠক ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাবিনা ইন্দ্রজিৎ, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলি৷ সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব৷
প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার তাঁর বক্তব্যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের প্রেক্ষাপট তুলে ধরেন৷ তিনি করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার সাংবাদিক কল্যাণে যে ভূমিকা নিয়েছিলেন তা প্রশংসনীয় বলে উল্লেখ করেন৷ সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন৷