মুম্বই স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স ও জাতীয় শেয়ারবাজারে সূচক নিফটি দু’টোই ছিল ঊর্ধ্বমুখী।
সোমবার সেনসেক্স ৯৯৮ পয়েন্ট বৃদ্ধি পায়। নিফটি পৌঁছে যায় প্রায় ১৪ হাজারের ঘরে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে এখন এ ধরনের ওঠাপড়া চলতেই থাকবে।
এদিন এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারের উপর ভর করে বাজার ঘুরে দাঁড়ায়। প্রতিটি সংস্থার শেয়ার দর বেশ কিছুটা বাড়ে।
অন্যদিকে আইটি, এফএমসিজি এবং ওষুধ কোম্পানির শেয়ার দর কিছুটা হলেও পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থমন্ত্রী সীতারমন বাজেট প্রস্তাবে যে সমস্ত প্রস্তাব রেখেছেন তাতে শেয়ারবাজার আগামী দিনে কিছুটা চাঙ্গা হবে। আসতে পারে বিদেশি বিনিয়োগ। বিদেশী বিনিয়োগ বাড়লে স্বাভাবিকভাবেই বাজার হবে ঊর্ধ্বমুখী।
অন্যদিকে অর্থমন্ত্রী তাঁর বাজেট প্রস্তাবে দেশের বিভিন্ন শিল্প সংস্থার জন্যও বেশকিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। অর্থমন্ত্রীর এই পদক্ষেপের ফলে দেশীয় সংস্থাগুলিও ঘুরে দাঁড়াতে পারবে।
দেশীয় সংস্থাগুলি ঘুরে দাঁড়ালে নিশ্চিতভাবে ইতিবাচক প্রভাব পড়বে শেয়ারবাজারে। সেক্ষেত্রে আগামী দিনে সেনসেক্স এবং নিফটি দু’টি আরও কিছুটা বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান।