অনলাইন ডেস্ক, ১ ফেব্রুয়ারী।।ভারতীয় সংসদীয় ইতিহাসে নতুন কীর্তি স্থাপন করে ফেললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই প্রথমবার তিনি ডিডিটাল বাজেট পেশ করলেন।
২০১৯ সালে বাজেট পেশ করার সময় সংসদে ‘বাহি খাতা’ নাম দিয়ে চালু করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ‘বই খাতা’ হল একটি ঐতিহ্যবাহী লাল কাপড়, যার মধ্যে বাঁধা থাকত বাজেটের নথি। এবছর, দেশের প্রথম “ডিজিটাল বাজেট” পেশ করছেন নির্মলা।
যে কারণে, এবারের বাজেটে ‘বাহি খাতা’-র জায়গায় ট্যাবলেট হাতে তুলে নিয়েছেন সীতারমণ। মোদি সরকারের “মেক ইন ইন্ডিয়া” নীতি অবলম্বন করে ওই ট্যাবলেট ভারতে তৈরি।
এর আগে বাজেটের নথি সাধারণত একটি ব্রিফকেসে বহন করে নিয়ে আসা হত। ওই বিশেষ ব্রিফকেসটি ব্রিটিশরা দেশ ছাড়ার সময় দিয়ে গিয়েছিল। সেই ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছিল। গতমাসের মাঝামাঝি সময়ে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেন নির্মলা।
অ্যাপটির নাম ছিল ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ। উদ্দেশ্য, সাংসদ থেকে সাধারণ মানুষ– সকলে যাতে অত্যন্ত সহজে বাজেটের নথি খতিয়ে দেখতে পারেন। সংসদের উভয় কক্ষে নির্মলার ওই উদ্যোগ অনুমোদিত হয়।
কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক দফতরের পরামর্শমতো অ্যাপটি তৈরি করেছে ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার। ওই অ্যাপে বার্ষিক আর্থিক বিবৃতি(বাজেট), অনুদানের দাবি, আর্থিক বিল সহ ১৪টি বাজেট নথি সমর্থন করা যাবে বলে জানা গিয়েছে।