কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য বরাদ্দ করা হল ১১০,০৫৫ কোটি টাকা। গড়ে তোলা হচ্ছে ফ্রেট করিডর। খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ইস্ট ফ্রেট করিডর নির্মাণ করা হবে। রাস্তার পরিকাঠামোয় জোর দেওয়ার জন্য দেশের চার রাজ্যে নয়া অর্থনৈতিক করিডরের পরিকল্পনা করা হয়েছে। চারটি রাজ্যেই আগামী কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোট হবে।
পশ্চিমবঙ্গে সড়ক সংস্কারের জন্য ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৬৭৫ কিলোমিটার অর্থনৈতিক করিডর তৈরি করা হবে। একইসঙ্গে কলকাতা-শিলিগুড়ি সড়কের উন্নয়ন করা হবে। রেলের বাজেটেও ‘উপহার’ পেল বাংলা। খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ইস্ট ফ্রেট করিডর নির্মাণ করা হবে।
বাজেট বক্তৃতার শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন উদ্ধৃত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সঙ্গে উঠে এল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের কথাও।