এরই সাথে ফিগারও বানিয়েছেন সেক্সী। আর সেই হট ফিগার দিয়ে ধরে রাখছেন ফ্যানবেস। গত এক বছরে অভিনেত্রীর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা বেড়েছে অসংখ্য। বর্তমানে তাঁর অনুরাগীর সংখ্যা এক মিলিয়নেরও বেশি।
আর এই মিলিয়ন প্লাস ভক্তদের সন্তুষ্ট রাখতে খুবই সজাগ থাকেন অভিনেত্রী। টলিউডের সাথে সাথে সোশ্যাল মিডিয়ার ও নিউ সেনসেশন এখন মধুমিতা সরকার। তাঁর শেয়ার করা ছবি হোক বা ভিডিও সবেতেই ঝড় উঠে লাইক, কমেন্ট ও শেয়ারের। অভিনেত্রীর করা প্রতিটি পোস্টই হয় ভাইরাল। পেজ থ্রির পাতায় হামেশাই থাকেন তিনি।
রোজ তিনি তাঁর ভক্তদের জন্য ভাবেন আর ভাবেন বলেই রোজকারের নতুন নতুন লুকে হাজির হন। যেমন রবিবার উপলক্ষ্যে সোয়াগ লুকে হাজির হলেন অভিনেত্রী। ব্ল্যাক কালারের লেদারের প্যান্ট এবং উপরে স্টাইলিশ স্লিভলেস টপ ও তার উপরে অরেঞ্জ কালারের জ্যাকেট। স্টাইলের সাথে জ্যাকেটের একটি দিক প্রায় খুলে পোজ দিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। তাঁর এই হট পোজে ঘায়েল নেটিজেনরা।