পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে শীঘ্রই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তারপরেই কংগ্রেসের নয়া সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা। বর্তমানে দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে আছেন সনিয়া গান্ধি।
মনে করা হচ্ছে এদিন দিল্লি যে পথে হেঁটেছে, সেই পথে হেঁটে অন্যান্য রাজ্যের প্রদেশ কংগ্রেসও একই প্রস্তাব আনতে পারে। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে পরাজয়ের পরেই দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধি।