সোমবার লোকসভায় ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করেন নির্মলা। সেখানে তিনি বলেন, ‘আমাদের সরকার কৃষকদের উন্নতির জন্য সবরকম পদক্ষেপ করতে প্রস্তুত। আমরা ন্যূনতম সহায়ক মূল্য সব রকম ফসলের ক্ষেত্রে উৎপাদন খরচের দেড়গুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার’।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন সরকারের লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। আগামী দিনে আরও বাড়তে পারে এমএসপি’র পরিমাণ। এছাড়াও কৃষকদের ঋণ দেওয়ার জন্য এদিনের বাজেটে ১৬.৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বরাদ্দ হয়েছে ৪০ হাজার কোটি টাকা। কৃষকদের থেকে ফসল কেনার জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা। কাশ্মীর সহ দেশের ১০০ টি জেলায় আগামী তিন বছরের মধ্যে গ্যাসলাইন প্রকল্পের সূচনার ঘোষণা করেছেন নির্মলা।